প্রতিষ্ঠাটি বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার নাইকানীবাড়ী গ্রামে অবস্থিত। অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছেলে মেয়েদের যুগপোযোগী শিক্ষা অর্জনের জন্য একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভব করে। গ্রামের সর্ব স্তরের জনসাধারনের উপস্থিতিতে একটি জরুরী সভার মাধ্যমে আলহাজ হায়দার আলী সাহেব বিদ্যালয়টির জন্য জমি দান করেন। সবার সম্মতিক্রমে বিদ্যালয়টির নাম আলহাজ হায়দার ও তার পুত্র মরহুম হামিদ সাহেবের নামে নাম করণ করেন। ম্যানেজিং কমিটি ও মিক্ষক মন্ডলীর পত্যক্ষ সহযোগীতায় অভিবাবক ও শিক্ষার্থী মহলে ব্যাপক সারা জাগিয়েছে। বিদ্যালয়টির বর্তমান ঠিকানাঃ গ্রামঃ নাইকানীবাড়ী, ডাকঘরঃ মিরিকপুর, উপজেলাঃ বাসাইল, জেলাঃ টাঙ্গাইল।
০৪/০২/২০১২ খ্রিঃ তারিখ মাননীয় সংসদ সদস্য অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান বিদ্যালয়টির বিত্তি প্রস্তর উদ্বোধন করেন। ০১/০১/২০১১ খ্রিঃ তারিখ হতে ক্লাশ শুরু হয়।
১। আলহাজ এস.এম.এ করিম - সভাপতি ২। আলহাজ মো. মশিউর রহমান - সদস্য ৩। আলহাজ এস.এম সহিদুর রহমান - সদস্য ৪। ইন্জিনিয়ার মো. মফিকুর রহমান - সদস্য ৫। মো. আজিজুল হক - সদস্য ৬। ডাঃ মো. আফাজ উদ্দিন - সদস্য ৭। মো. মোশারফ হোসেন ভূইয়া - সদস্য ৮। মো. রফিকুল ইসলাম - সদস্য ৯। মো. কাশেম মিয়া - সদস্য সচিব।
জেএসসিতে বৃত্তি প্রাপ্ত - ০২ জন।
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস